নবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউ কে এর ২০২৫/২০২৭ এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষা নুরাগী এনায়েতুর রহমান খানের সভাপতিত্বে। ও সাধারণ সম্পাদক লন্ডন বাংলা প্রেসক্লাবে সদস্য সাংবাদিক শাহ মোবাশ্বির আলীর পরিচালনায় রবিবার লন্ডন সোনারগাঁও রেস্টুরেন্টে । শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহসভাপতি শাহ আলী হায়দার । এরপর সাবেক সেক্রেটারি ও কোষাধ্যক্ষ সংগঠনের যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজ পত্র হস্তান্তর করেন বর্তমান কমিটির দায়িত্বশীল দের হাতে
নবীগঞ্জকে একটি শিক্ষিত জনপদ গঠণের স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করেছিলো ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট হিসেবে স্বীকৃত যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে l দীর্ঘ পথ পরিক্রমায় নবীগঞ্জ প্রবাসী মানুষের ঐতিহ্য ও -গৌরবোজ্জ্বলের স্মারক, তাদের স্বপ্ন একটি পরিপূর্ণ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানে রূপান্তরিত করা, তারই ধারাবাহিকতায় অসহায় মেধাবী, বেকার শিক্ষিত যুবক যুবতী দের তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনশক্তি গঠনে বিভিন্ন ট্রেনিংও সহযোগিতা করার স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচী হাতে নিয়েছে, সেবার গুণগত মান বাড়াতে ও দক্ষ জনশক্তি গঠনে তারা বদ্ধপরিকর, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিলেট নবিগঞ্জ কল্যাণ সমিতির সেক্রেটারি এডভোকেট আবুল ফজল, বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান জনাব মোজাহিদ মিয়া (মোতাহের)সহ সভাপতি আবু তাহের এম,বি,ই, মহাম্মদ হাদীস মিয়া, আবু ইউসুফ চৌধুরী, সাবেক সেক্রেটারি আবদুল শহিদ, আবদুল হাই, তমিমুল ইসলাম চৌধুরী, এডভোকেট ইয়াওর উদ্দিন, টেজারার জাবেদ হোসেন, নুরুল খাছ রিপন, মিলাদুর রহমান ,শেখ শামিম আহমেদ, আতিকুর রহমান লিটন,আবদুল মুখিত, সিরাজুল ইসলাম, রবিউল হাসান জাহিরুল ইসলাম, বাবুল আহমেদ চৌধুরী ,হাবিবুর রহমান রানা মুয়নুল ইসলাম,আবুল ফয়েজ আবু তাহের প্রমুখ ।