বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা কাউন্সিল সম্পন্ন

আশরাফুল ইসলাম ইমরান : বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় এর সভাপতিত্বে ও উপজেলা এডহক কমিটির সদস্য সচিব, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাফর আহমেদ এর পরিচালনায় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল সভায় নমিনেশন প্রাপ্ত সদস্যদের যোগ্যতা বিবেচনা করে কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ। সহ সভাপতি হিসেবে লালবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিনকে মনোনীত করা হয়।
কোষাধ্যক্ষ পদে পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা বেগম এবং যুগ্ম সম্পাদক হিসাবে সিকন্দর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়জুর রহমানকে নির্বাচিত করা হয়।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, এডহক কমিটির অন্যতম সদস্য উজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লিপিকা রায়।