ভ্যাকসিন গুরুতর অসুস্থতা প্রতিরোধে চমৎকার প্রভাব ফেলছে: স্কটল্যান্ডের গবেষক দল

যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন গুরুতর অসুস্থতা প্রতিরোধে চমৎকার প্রভাব ফেলছে বলে জানিয়েছে পাবলিক হেলথ স্কটল্যান্ডের এক দল গবেষক ।
এ গবেষক দলের প্রধান অধ্যাপক আজিজ শেখ বলেন, ভ্যাকসিনের কার্যকারিতা অত্যন্ত চমৎকার । তিনি বলেন, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা জ্যাবের প্রথম ডোজের চার সপ্তাহ মধ্যে হাসপাতালে ভর্তি যথাক্রমে ৮৫ এবং ৯৪ শতাংশ কমে গেছে।
এই ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক এবং ভবিষ্যতের জন্য আশাবাী বলে উল্লেখ করেন তিনি ।