প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ৷
প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ৷ রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে দূতাবাসের হল রুমে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও উদযাপণ অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।উপস্থিত সবার প্রতি স্বাগতিক বক্তব্যের পর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।বক্তাগণ স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, স্বাধীনতার ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।সাধারন উপস্থিতি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ সহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।আলোচনা পর্ব শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির সবার সঙ্গে ইফতার করেন।