হেলসিংকির সিটি কাউন্সিল নির্বাচন, ২২০ নম্বর বরাদ্ধ পেলো বাংলাদেশি তাসলিমা

আজিজুল হক পাপন : এপ্রিলের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল ও আঞ্চলিক সরকার। এরই ধারাবাহিকতায়, গত ১৩ ই মার্চ( বৃহস্পতিবার) প্রাথীদের মাজে নাম্বার বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন। তাসলিমা জামান এরজন্য বরাদ্ধকৃত নম্বর হলো ২২০। এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের পক্ষে হেলসিংকিতে একমাত্র বাংলাদেশি প্রাথী হিসেবে নির্বাচন করছেন চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামান।...