কমলগঞ্জের আদমপুরে নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ  মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্নামেন্ট -২০২৫ এর শূভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ...