শ্রীমঙ্গলের রেলওয়ে জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ৫ একর জমি উদ্ধার

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুইপাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ও প্রশাসন।
সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, জিআরপি এবং প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ।
বুলডোজার দিয়ে আমরাইলছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনী ও সাতগাঁও বাজারের স্থাপনা ধ্বংস করা হয়।
উচ্ছেদ অভিযানে তিন শতাধিক অবৈধ স্থাপনা ধ্বংস করে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত জমিতে রেলওয়ের ভূমি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। এ অভিযান এলাকায় যানজট কমানোর পাশাপাশি রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ স্থাপনাগুলো রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল। এর ফলে রেল চলাচলে বিঘ্ন ঘটত এবং জনজীবনও অসুবিধায় পড়ত। এই অভিযান সুষ্ঠু ভাবে পরিচালনা হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন।