শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন শ্রীশ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দির

পিন্টু দেবনাথ : পর্যটন সমৃদ্ধময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীশ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দির এখন দৃষ্টিনন্দন। প্রকৃতির অপার সৌন্দর্যের আবেশে ঘেরা শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোডে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়িতে নির্মিত হয়েছে এক অসাধারণ দৃষ্টিনন্দন কালী মন্দির। শিল্পসম্ভার ও স্থাপত্যকলার অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এ মন্দির ভক্তদের কাছে এক পবিত্র আশ্রয়স্থল এবং দর্শনার্থীদের কাছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে।
মন্দিরটির আর্কিটেকচার নান্দনিকতা ও আকর্ষণে ভরপুর। উজ্জ্বল রঙে সজ্জিত স্তরভিত্তিক শিখর যেন আকাশ ছুঁয়ে গেছে, আর এর শীর্ষে স্থাপিত ত্রিশূল সনাতন ধর্মের ঐতিহ্য ও শক্তির প্রতীক হিসেবে জ্বলজ্বল করছে। মূল প্রবেশদ্বারের সূক্ষ্ম নকশা, শিল্পকর্মে ভরপুর স্তম্ভ এবং কারুকার্যময় দরজা মন্দিরটিকে দিয়েছে রাজকীয় সৌন্দর্য।
শ্রীমঙ্গলের অন্যতম প্রাচীন এই তীর্থক্ষেত্রে নতুন রূপে দৃষ্টিনন্দন মন্দির প্রতিষ্ঠা কেবল ধর্মীয় আবেগ নয়, বরং এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।