জুড়ীতে আহত জুলাই যোদ্ধাদের প্রধান উপদেষ্টার উপহার প্রদান

তানজির আহমেদ রাসেল : মৌলভীবাজারের জুড়ীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে প্রধান উপদেষ্টার উপহার সামগ্রী ও শ্রদ্ধা কার্ড বিতরণ করেছে জুড়ী উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী জুনায়েত আলম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, জুলাই যোদ্ধা আফজাল হোসাইন ও সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুজাউদ্দৌলা, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী সুমিত সিংহ, জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, জুলাই যোদ্ধা আমানুল ইসলাম, মরিয়ম খান প্রমূখ।