আয়ারল্যান্ড এর থার্লাসে বাংলাদেশ কমিউনিটির পুর্নাঙ্গ কমিঠি গঠিত

সেলিম আলম :  থার্লাস টেম্পল মোর বাংলাদেশ কমিউনিটির আয়োজনে গত ১২ নভেম্বর থার্লাসের স্টার অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় ট্রিপেরারী কাউন্ট্রিতে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে পুর্নাংগ কমিটি গঠন করা হয়, নবগঠিত কমিটিতে সভাপতি গোলাম নবী বাবুল, সিনিয়র সহ সভাপতি জিতু আহমেদ, সাধারণ সম্পাদক পদে  ইফতেখার রেজা জয়নাল, জিয়াউর রহমান শাকিলকে সাংগঠনিক সম্পাদক এবং সাংবাদিক সেলিম আলম কে...