আইরিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থার্লাসে র্যালী অনুষ্ঠিত
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্টার লক্ষ্যে আইরিশ সরকারের বিভিন্ন পদক্ষেপের জন্য আয়ারল্যান্ড কে সমর্থন এবং ধন্যবাদ জানিয়ে থার্লাস ইসলামিক কমিউনিটির আয়োজনে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি স্কুল আঞ্জেলার মেইন গেটের সামনে অবস্থান করে, এখানে তারা "Thank you Ireland", "Free Palestine" ইত্যাদি লেখা প্লেকার্ড প্রদর্শন করেন।
তারা বলেন এই আয়োজন মুলত ফিলিস্তিনকে আয়ারল্যান্ডের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং বিশ্বব্যাপী প্রতিধ্বনিত শান্তি ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্তিত ছিলেন ইমাম শেখ সাদী, গোলাম নবী বাবুল,রাফি উদ্দিন আহমদ, ইফতেখার রেজা জয়নাল, আবু রায়হান মোহাম্মদ মিজান, শোয়াইব উদ্দিন, মোহাম্মদ হালিম, আব্দুল হামিদ,
আমির হুসেন, সলিম মিয়া, মকিবুর রহমান শাহিন , বাসার সৈয়দ, খায়ের সৈয়দ এবং নারী শিশু সহ থার্লাস কমিউনিটির অনেকে।