আয়ারল্যান্ড এর থার্লাসে বাংলাদেশ কমিউনিটির পুর্নাঙ্গ কমিঠি গঠিত
সেলিম আলম : থার্লাস টেম্পল মোর বাংলাদেশ কমিউনিটির আয়োজনে গত ১২ নভেম্বর থার্লাসের স্টার অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় ট্রিপেরারী কাউন্ট্রিতে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে পুর্নাংগ কমিটি গঠন করা হয়, নবগঠিত কমিটিতে সভাপতি গোলাম নবী বাবুল, সিনিয়র সহ সভাপতি জিতু আহমেদ, সাধারণ সম্পাদক পদে ইফতেখার রেজা জয়নাল, জিয়াউর রহমান শাকিলকে সাংগঠনিক সম্পাদক এবং সাংবাদিক সেলিম আলম কে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সম্পৃতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে গঠিত এ সংগঠন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। সংগঠনের সন্মানিত উপদেষ্টা হিসেবে রাফি উদ্দিন আহমদ, আব্দুল লতিফ এবং সৈয়দ সোয়াইব উদ্দিন কে দায়িত্ব দেয়া হয়। নবগঠিত এ কমিটির অন্যান্য দায়িত্ব শীল নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি পদে রয়েছেন আব্দুল আহাদ চৌধুরী তোফা, আফসার হুসেন নিলু, মোস্থফা চৌধুরী নিপন, মাসুম জামান,
আকিল রহমান এবং কবির হুসেন।
যোগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাংবাদিক এ কে হাসান ও আমির হুসেইন, যোগ্ন সাংগঠনিক সম্পাদক মকিবুর রহমান শাহিন, সহকারী কোষাধ্যক্ষ এমদাদুল হক, প্রচার সম্পাদক পদে মোজাহিদ মিয়া সাকিব, সহ প্রচার সৈয়দ মিফতাউর রহমান। ধর্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী। ক্রীড়া সম্পাদক সলিম মিয়া, সহকারী ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম। মহিলা সম্পাদিকা সামিমা জেসমিন, সৈয়দা ময়মুন্নাহার পিপলু,তাস্লিমা খাতুন লিপি এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবু রাহিন মোহাম্মদ মিজান, লিয়াকত আলী ও সৈয়দ আবুল বাসার প্রমুখ।