আয়ারল্যান্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত
সেলিম আলম : ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ডাবলিনের কার্ল্টন হোটেলে গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সিপাহী জনতার বিপ্লব, দিনটির তাৎপর্য এবং বাংলাদেশের বর্তমান পরিস্তিতি নিয়ে আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড এর ব্যানারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী তাজুল ইসলাম। বদরুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় বক্তারা ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছরের ঘোম, হত্যা,নির্যাতনের চিত্র তুলেদরে বলেন এদের শাস্থি নিশ্চিত এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে বর্তমান সরকার কে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে হবে,
অনুষ্ঠানে আয়ারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোশারফ হোসেন, জাহিদ মোমিন চৌধুরী, শাহীন মিয়া, হাজী নুরুল হক,আরিফ বিন আজিজ,প্রভাষক আব্দুস শহিদ, মামুন আল ফয়সাল, জুয়েল জালালি, আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ এখনো দেশী বিদেশী শত্রু দ্বারা পরিবেষ্টিত, চলছে বহুমুখী ষড়যন্ত্র এ সকল চক্রান্ত মোকাবেলা করে আগামী নির্বাচনে জনগনের ভালবাসা নিয়ে বি এন পি কে ক্ষমতায় নিয়ে আসতে সকল বেধাভেদ ও ক্ষমতার লোভ পরিত্যাগ করে সকল কে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান তারা । এ সময় জুলাই আগষ্টের গন অভ্যুত্থানের সকল শহিদ এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জ্ঞাপন করেন। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করে রাজনৈতিক কার্যক্রম পরিচানার ও আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, আব্দুর রহমান, মাহবুব আলম, জাহিদ ইসলাম, কামরুজ্জামান, শাহ নেওয়াজ সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।