বেলজিয়ামে ক্যারিয়ার ও মেন্টরিং সেশন আয়োজন

বেলজিয়ামে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন Bangladeshi Student and Alumni Association in Belgium (BSAAB)-এর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস, বেলজিয়াম-এর সহযোগিতায় গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) এক Career and Mentoring Session অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। আরও উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান ও ফার্স্ট...