বেলজিয়ামে বৃহৎ আকারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা
বেলজিয়ামে আজ আরো ৫৮৬জন নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন, এ পর্যন্ত সর্ব মোট সংখ্যা ৩,৪০১ এ পৌঁছেছে। আজ রবিবার ফ্ল্যামিস এলাকাতে ৪১২জন ওয়ালোনিতে ৯৯জন এবং ব্রাসেলসে ৭০জন। ৫জনের অবস্থান জানা যায় নি। আক্রান্তদের মধ্যে ফ্ল্যামিস এলাকাতে এখন পর্যন্ত ৬০% ওয়ালোনিতে ২৫% এবং ব্রাসেলসে ১২%।
গত ২৪ ঘন্টার মধ্যে আটটি নতুন প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে, ICU তে আছেন ২৯০ জন। এখন পর্যন্ত বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সর্বমোট ৭৫জন। তবে ১৩ মার্চ থেকে ৩৪০ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৭৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন "কমপক্ষে "আরো দুই মাস এই মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেলজিয়ামে থাকবে। হয়তো আরো দুই মাস এই রেড এলার্ট থাকতে পারে।