ব্রাসেলসে বাংলাদেশী শিক্ষার্থী বনি ইসলাম খানের মৃত্যু
বেলজিয়াম প্রতিনিধি আহমেদ শাহজাহান : বেলজিয়ামের ব্রাসেলসে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী বনি ইসলাম খানের অকাল মৃত্যুতে বেলজিয়াম প্রবাসী বাংলাদেশী এবং স্টুডেন্টস কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশন, বেলজিয়াম-এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর বনি ইসলামের সাথে বসবাস করা বাংলাদেশী বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। তবে, সেদিন রাতেই তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে বেলজিয়ামের বাংলাদেশী স্টুডেন্টস এবং বাংলাদেশ কমিউনিটি শোকাহত এবং বনির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহায়তায় বনির মরদেহ বাংলাদেশে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়। এসোসিয়েশনটি পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে বেলজিয়ামে অবস্থানরত সিনিয়র কমিউনিটির ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেন l
১৮ অক্টোবর শুক্রবার জুমআ”র নামাজের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ কালচারাল সেন্টার জামে মসজিদে বনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির আনুমানিক ছয়’শ মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইকরাম হোসেন। তিনি তার বক্তব্যে বেলজিয়ামে অধ্যয়নরত সকল শিক্ষার্থী, বিশেষ করে বনির বন্ধুরা যাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং বাংলাদেশী কমিউনিটির সকলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বনির পাশে দাঁড়িয়ে সহযোগিতার অনন্য উদাহরণ সৃষ্টি করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, "বেলজিয়ামের বাংলাদেশী কমিউনিটি বনির পাশে দাঁড়িয়ে যে ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বেলজিয়ামে অবস্থানরত শিক্ষার্থীগন কমিউনিটির অংশ। বিদেশী বসবাসরত সকল বাংলাদেশীই একে অপরের সহযোগী। "
বক্তব্যে জনাব ইকরাম হোসেন আরো বলেন - "বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশন এবং বেলজিয়ামের বাংলাদেশী কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা আমাদের ভবিষ্যত বন্ধনকে দৃঢ় করবে।" জানাজা পরবর্তী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম।
জানা গেছে, বনির মরদেহ ২০ অক্টোবর মাদারিপুর জেলার শিবচরের গুয়াতলা গ্রামে দাফন করা হয়েছে। বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশন বেলজিয়ামের সদস্যবৃন্দ অনলাইনের মাধ্যমে দাফন পরবর্তী দোয়া মাহফিলে অংশ্রগহণ করেন।
উল্লেখ্য, বনি ইসলাম খান ফ্রি ইউনিভার্সিটি ব্রাসেলসের (VUB) লিঙ্গুয়িস্টিক ও লিটারারি এডুকেশন-এর শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ স্টুডেন্টস এন্ড এ্যালামনাই এসোসিয়েশন বেলজিয়াম, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশী কমিউনিটিসহ তার বন্ধুবান্ধব ও সহপাঠীরা গভীরভাবে শোকাহত। সকলে বনি ইসলাম খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সর্বোপরি, বনির পরিবার ও আত্মীয়স্বজন এমন নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করায় বেলজিয়ামে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং বেলজিয়ামে অবস্থানরত সকল বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া করেন।