প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেলজিয়ামে আলোচনা সভা

গত ২৩শে মে মঙ্গলবার বেলজিয়ামের লিয়েজ শহরের স্থানীয় এক রেষ্টুরেন্টে ১৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ। বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত বেলজিয়াম আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম ও লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব মাহবুব হাসান সালেহ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু, সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন ৪দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা।
নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার। এরপরেও তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তির জন্য ছুটে চলেছন বারবার। এছাড়া গত কয়েকদিন আগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বেলজিয়ামের আওয়ামী লীগের পক্ষ থেকে।
এতে বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল্লাহ শফি আনোয়ার হোসেন রিয়াজুল ইসলাম খান সাজু নাসির উদ্দীন মিশু যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সহ অনেকে।