বেলজিয়ামে ক্যারিয়ার ও মেন্টরিং সেশন আয়োজন

বেলজিয়ামে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন Bangladeshi Student and Alumni Association in Belgium (BSAAB)-এর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস, বেলজিয়াম-এর সহযোগিতায় গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) এক Career and Mentoring Session অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। আরও উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান ও ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন, সংগঠনের সভাপতি জনাব ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক জনাব শাহিন কবির, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, বেলজিয়ামে অধ্যয়নরত শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন সেক্টরে কর্মরত পেশাজীবীরা।

বিশেষজ্ঞদের অংশগ্রহণ
সেশনে বিভিন্ন সেক্টরের মেন্টররা তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন।
• শিক্ষা খাত থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. সজীব চক্রবর্তী, মাইশা কাজি এবং কেয়া আক্তার।
• শিল্প খাত থেকে অংশ নেন ড. শোভন গৌতম, জনাব ইকরাম হোসেন ও জনাব রাশেদুল ইসলাম।
• ব্যবসায় উদ্যোক্তা খাত থেকে উপস্থিত ছিলেন জনাব মঈনুল আলম।
• আইটি খাত থেকে অংশ নেন জনাব তানভিরুল হক এবং জনাব মিশকাত হায়দার চৌধুরী।
• এনজিও ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব ওমর ডালি।
• ব্যাংকিং ও ফাইন্যান্স খাত থেকে অংশ নেন জনাব মাসুদ পারভেজ রানা এবং অন্যান্যরা।
তারা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, অনুপ্রেরণা এবং পড়াশোনা শেষে বেলজিয়াম ও ইউরোপের চাকরির বাজারে প্রবেশ এবং দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
মান্যবর রাষ্ট্রদূত জনাব খন্দকার মাসুদুল আলম তাঁর বক্তব্যে বলেন, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।তিনি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন BSAAB-কে ধন্যবাদ জানিয়ে বলেন, বেলজিয়ামে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিভা আগামী প্রজন্মকে এগিয়ে নেবে এবং বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। তিনি তরুণ পেশাজীবী ও গবেষকদের প্রতিটি সাফল্যে দূতাবাসের গর্ব প্রকাশ করেন এবং ভবিয্যতে তরুণদেরসকল ধরনের ভাল কাজের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
BSAAB-এর সভাপতি জনাব ইকরাম হোসেন বলেন, “এমন একটি প্রোগ্রাম শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এটি তাদের লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা যোগাবে।” তিনি আরও বলেন, “পড়ালেখা আর ভালো নেটওয়ার্কিং-এর কোনো বিকল্প নেই। আমাদের সংগঠন শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও পুরো কমিউনিটির মধ্যে একটি বন্ধত্বমূলক নেটওয়ার্কিং বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। উপস্থিত মেন্টররা সবগুলো প্রশ্নের কার্যকর সমাধান ও পরামর্শ প্রদান করেন।
এছাড়া শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়। তারা জানান, এই সেশন থেকে তারা বহু গুরুত্বপূর্ণ তথ্য, অনুপ্রেরণা ও বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে গিয়ে সভাপতি জনাব ইকরাম হোসেন সংগঠনের সকল সদস্য, বাংলাদেশ দূতাবাস, অংশগ্রহণকারী অতিথিবৃন্দ, কীনোট স্পিকার এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বেলজিয়ামে অধ্যয়নরত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও গবেষকরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করবেন।