আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ
বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। রবিবার ব্রাসেলসে বেলজিয়াম আওয়ামী লীগের স্থায়ী অফিসে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ভাষা আন্দোলনে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্বে করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু এবং পরিচালনা করেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। এছারাও বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল্লাহ শফি, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপদেষ্টা ও সদস্য ডাঃ আব্দুল কুদ্দুস, সদস্য দুলাল সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, পৃথিবীতে বাংলা প্রথম কোন ভাষা যে ভাষা অর্জিত হয়েছে বুকের রক্তের বিনিময়ে।
ভাষা শহীদদের ঋন কোনদিন শোধ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। পরিশেষে ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।