বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রাসেলসে অনশন ধর্মঘট
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/27/screenshot_31_4.png?itok=cv7_X7Pj×tamp=1580128534)
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী তে ২০ ও ২১ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সামনে এক অনশন ধর্মঘট পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউরোপ বিএনপি। এতে সভাপতিত্বে ছিলেন বেলজিয়াম বিএনপি'র সভাপতি আহমেদ সাজা সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম বিএনপি'র সাধারণ সম্পাদক ইকবাল বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপ বিএনপি'র বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন বিএনপি'র চেয়ারপার্সন তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ প্রতিহিংসার রাজনীতির কারনে তাঁকে জেলে বন্ধি করে রাখা হয়েছে, তিনি শারীরিক ভাবে ভিষণ অসুস্থ। বাংলাদেশের গনতন্ত্র আজ চার দেয়ালে বন্দি। বক্তারা আরো বলেন যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হবে ততদিন পর্যন্ত ইউরোপ বিএনপি'র সংগ্রাম অব্যাহত থাকবে। সবশেষে ইউরোপীয় পার্লামেন্টে একটি স্মারকলিপি হস্তান্তর করেন দলের নেতা কর্মীরা।