বঙ্গবন্ধুর শত তম জন্মবার্ষিকী পালন করেছে বেলজিয়াম আওয়ামীলীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী পালন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ২৬শে নভেম্বর বেলজিয়াম আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় ব্রাসেলসে। সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু উপস্থাপনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।
সভার শুরুতেই ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ,বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বেলজিয়াম আওয়ামী লীগের কার্যকরী পরিষদে আগামী দিনের দলীয় কার্যক্রমের উপর বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন,বেলজিয়াম আওয়ামী লীগের,সহ সভাপতি রিয়াজুল ইসলাম খান সাজু,সহ সভাপতি রানা মোহাম্মদ,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা,সাংগঠনিক সম্পাদক সিকদার সুজন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,উপদেষ্টা ও সদস্য ডঃ আব্দুল কুদ্দুস,সদস্য সোহাগ মিয়া ( আলী) সহ অনেকে।