দিরাইয়ে যুব দিবস পালিত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন দাস, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংবাদিক উবাইদুর হক। বক্তব্য রাখেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভা শেষে প্রশিক্ষিত যুবাদের হাতে চেক তুলে দেন অতিথিরা।এছাড়া ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।