সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন, এক সপ্তাহে চার হত্যা

সিলেট প্রতিনিধি : সিলেটে খুনের ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে চারজন খুন হয়েছেন। সর্বশেষ বুধবার (১৩ আগস্ট) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন আখালিয়া বড়গুল এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবায়ের আহমদ আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। তার ঘাতক নয়ন আহমদ নিহতের ভাতিজা ও একই এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, অভিভাবক হিসেবে যুবায়ের আহমদ ভাতিজা নয়নকে বাজে ছেলেদের সাথে মেলামেশা করতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই কথা কাটাকাটি চলছিল। বুধবার সকাল ৯টার দিকে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার পথে নয়নের সাথে দেখা হয়। এসময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে যুবায়েরের গায়ে পড়লে আবারও তর্ক শুরু হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন যুবায়ের। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। গত শনিবার মধ্যরাতে গোলাপগঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন। ধারাবাহিক হত্যাকাণ্ডে সিলেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।