বাংলাদেশ খেলাফত মজলিস এর শিমুলবাক ইউনিয়নে কর্মী সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পাশাগঞ্জ বাজারে শিমুলবাক ইউনিয়নের সভাপতি হাফিজ মাওলানা সাব্বির আহমদের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
কর্মী সমাবেশে প্রধান আকর্ষণ আল্লামা আনসারী (রা:) এর সুযোগ্য সন্তান হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী।
কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা মার্কায় ভোট দিয়ে পাশে থাকার আহবাব জানান। মামুনুল হক সাহেবের ডাকে যাকে যাকে দলে যোগদান করেন, পাশা পাশি কর্মী সমাবেশে সংগঠনের আদর্শকে ভালোবেসে ২জন ভাই দলে যোগদান করেছেন। ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।