নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপোর ইউরোপ অঞ্চলের কো-অর্ডিনেটর হলেন ফয়সাল আলম

নিউইয়র্ক : আগামী ২৬-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস, টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫”। এবারের আয়োজনের ইউরোপ অঞ্চলের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালি প্রবাসী ব্যবসায়ী ও MacMart Group Limited-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ফয়সাল আলম।
আয়োজক কমিটির পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ফয়সাল আলমকে ইউরোপ থেকে ডেলিগেশন সমন্বয়, প্যাভিলিয়ন বুকিং, বিজ্ঞাপন কার্যক্রম, এবং ইউরোপীয় প্রতিষ্ঠান, চেম্বার ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ফয়সাল আলম বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। ইউরোপীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাণিজ্যে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, এই এক্সপো হবে ইউরোপ ও আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার এক অসাধারণ সুযোগ।”
আয়োজক কমিটি আশা করছে, ফয়সাল আলমের নেতৃত্বে এবারের এক্সপোতে ইউরোপীয় অংশগ্রহণ আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এই আয়োজনের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা কোম্পানি, ব্যবসায়ী প্রতিনিধি, এবং চেম্বার অব কমার্সের অংশগ্রহণে এই ট্রেড ফেয়ার ও চেম্বার এক্সপো একটি বৈশ্বিক ব্যবসা ও অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।