জার্মান বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ আড্ডা।
জার্মান বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক ভার্চুয়াল ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসি বাংলাদেশীদেরকে নিয়ে এই ঈদ আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাওহিদা আক্তার নাজনিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান লিটন।
সংগঠনের সিনিয়র সহসভাপতি হাবিবুল্লাহ আল বাহারের পরিচালনায় ঈদ আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ। ঈদ আড্ডায় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বার্লিন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর হক খান, জার্মান গ্রীন পার্টির নেতা এবং জার্মানির আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী শাহাবউদ্দিন মিয়া, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কাইউম চৌধুরী, ম্যারাথন দৌড়বিদ শিব শংকর পাল, মেহেদি হাসান, সংগঠনের সদস্য রায়হান জিলানী, সেলিম রেজা, রোজী সেলিম সহ আর অনেকে।
প্রধান অতিথি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা ঈদ উদযাপন করেছি। রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা চলতে পারি তা খেয়াল রাখতে হবে। তিনি সাম্প্রতিক সময়ে ফিলিস্থিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা কিছুতেই মেনে নেয়া যায় না। বাংলাদেশ সরকার এই হামলার নিন্দা জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে একাধিক গান পরিবেশন করেন জার্মানির বিশিষ্ট কন্ঠশিল্পী শিরিন আলম এবং আবৃত্তি করেন শিল্পী এবং ব্লগার লিপিকা আহমেদ।