নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে গ্রীষ্মকালীন উৎসব
জার্মানির ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে আয়োজন করা হয়েছিল দিনব্যাপী গ্রীষ্মকালীন উৎসব ও বারবিকিউ পার্টি। ফ্রাঙ্কফুর্ট এবং আশেপাশে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার প্রবাসীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলনমেলায়। শিশু কিশোরদের অংশগ্রহণ এবং দিনভর নানা আয়োজনে পুরো পার্কটি হয়ে উঠেছিল প্রবাসে বুকে একটি বাংলাদেশ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশীদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- সংগঠনটির সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া প্রমুখ।
প্রবাসে দলমতের ঊর্ধ্বে উঠে সকলে মিলেমিশে থাকার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বলে জানিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য, জার্মানিতে গ্রীষ্মকাল একেবারেই শেষ দিকে। আস্তে আস্তে শীতের আবহ শুরু হয়েছে আর তাই ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশীদের এটিই এ বছরের শেষ অরাজনৈতিক মিলনমেলা বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।