জার্মানির মিউনিখে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন

হাবিবুল্লাহ আল বাহার : রবিবার (১০ আগস্ট) জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজুওয়ান ইসলাম রাজু এবং পরিচালনা করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ এবং পরবর্তীতে জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিএনপি নেতা মোঃ মোতাহার হোসেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানান। সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন নিজাম জুলাই বিপ্লবসহ সরকারবিরোধী সকল আন্দোলনে মিউনিখ প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন। জার্মান বিএনপি নেতা মোঃ সাব্বির আহমেদ তার বক্তব্যে বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সেই লক্ষ্যে প্রচারণা চালাতে হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, এইচ এম মুকুল, আরিফ আহেমদ সোহাগ, সাখাওয়াত হোসেন শাকিল, তানভীর আহমেদ রিজভি, মোঃ কামরুল ইসলাম শামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।