গ্রীসের এথেন্সে বেগম জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গ্রীস এর এথেন্সে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ১৭ ই নভেম্বর রবিবার । গ্রীস বিএনপির সভাপতি জি এম মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন টিপু ঠাকুর এর সঞ্চালনায় প্রতিবাদ সভা ও কর্মী সভায় নেতৃবৃন্দের বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন ।
এদিকে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোঃ সায়েম। গ্রীস বিএনপির কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রীস বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন রাসেল তালুকদার সহ গ্রীস বিএনপির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, যুবদল,জাসাস,সেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ। এসময় সভায় বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন, অণ্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে বর্তমান সরকারকে হুশিয়ারী দেন গ্রীস বিএনপির নেতাকর্মীরা।