জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট টুর্নামেন্ট
জার্মানিতে বিডি টাইগার্স মানহাইম এর উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। জার্মানি প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে পুরানো ক্রিকেট টুর্নামেন্ট মানহাইম প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ম আসর এটি। জার্মানির বিভিন্ন শহর থেকে ছয়টি দল এবছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মানহাইম প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে কাইসারলাউটেন শহর থেকে অংশগ্রহণ করা প্রবাসি বাংলাদেশীদের ক্রিকেট দল কাইসারলাউটেন একাদশ এবং রানার আপ হয়েছে টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট।
টুর্নামেন্টের পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির বিশিষ্ট ব্যবসায়ি ও কমিউনিটি লিডার দেওয়ান শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ, ফারুক আহমেদ, নাসির উদ্দিন ভূইয়া, দেলোয়ার জাহান ঝন্টু, সাইফুর রহমান, বাহার উদ্দিন চৌধুরী, আবদুর রহমান মুন্না, আসিফ ইকবাল ভূইয়া সহ অনেকে। মানহাইম প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২২ এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিয়াজ হাবীব।
খেলাধুলার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক বৃদ্ধি করতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে বলে জানিয়েছেন জার্মানির বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করা প্রবাসি বাংলাদেশীরা।