নাসিরনগরে ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা প্রদান

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার( ৩ এপ্রিল )বিকালে স্থানীয় ফার্মগেইট বাজার চত্বরে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ হোসাইন আহমেদ খানের সভাপতিত্বে সিনিয়র উপদেষ্ঠা মাওলানা শেখ আমান উল্লাহ‘র সার্বিক তত্ত¡াবধানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা আলী আজম কাসেমী।বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার শায়খুল হাদিস আল্লামা জয়নাল আবেদীন,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,ভূবন মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সামছুদ্দিন,হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,পরিষদের উপদেষ্টা এস এম শহীদুল্লাহ,আলী জান মেম্বার। উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা শেখ ছফি উল্লাহ‘ ও সাধারণ সম্পাদক মুফতি রায়হান আহমদ,সঞ্চালনায় অনুষ্ঠানে জেঠাগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উপদেষ্টা হাফেজ সাদেকুল ইসলাম,নব-নির্বাচিত সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, জেঠাগ্রাম হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসার সেক্রেটারী মো: ফয়েজ আহমেদসহ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেঠাগ্রামের ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা এবং ক্রেষ্ট উপহার সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। আজকে বাংলাদেশের কোরআনে হাফেজরাই কোরআন প্রতিযোগিতায় বিশ্বকাপ বার বার ঘরে তুলে বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করছে।
এসময় আলেম,উলামা,জেঠাগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।