করোনা রোগীকে জড়িয়ে ধরেও ম্যারাডোনার করোনা নেগেটিভ !

খবরটা সত্যিই অনেকটা স্বস্তির ও বটে। ডিয়েগো ম্যারাডোনাকে নিয়েই ছিল শঙ্কাটা। নাহ, আর্জেন্টাইন এই ফুটবল-কিংবদন্তিকে শেষ পর্যন্ত করোনায় ছুঁতে পারেনি। পরীক্ষা করে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।
শঙ্কাটা তৈরি হয়েছিল ম্যারাডোনার কারণেই। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকা হালে আর্জেন্টিনার প্রথম বিভাগের নিচু সারির দল হিমনাসিয়ার কোচের দায়িত্বে আছেন।
নিজের স্বভাবসুলভ আবেগেই কিছুদিন আগে এক ম্যাচে নিজ দলের খেলোয়াড়কে জড়িয়ে ধরেছিলেন। পরে পরীক্ষায় দেখা যায় ফুকান্দো কনতিন নামের সেই খেলোয়াড় করোনায় আক্রান্ত ছিল।কিন্তু ৫৯ বছর বয়সী আর্জেন্টাইন এই মহাতারকা করোনায় আক্রান্ত হন কি না, এ নিয়েই দুশ্চিন্তার কালো ছায়া নেমে এসেছিল। শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।