বিবিসি ওয়ার্ল্ড নিউজের ওপর থেকে সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নিতে চীনের প্রতি আহ্বান ইইউর
বিবিসি ওয়ার্ল্ড নিউজের ওপর থেকে সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার ইইউ-এর এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।বেইজিং-এর এ সংক্রান্ত সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের নাগাল পাওয়ার ক্ষেত্রে আরেকটি নিষেধাজ্ঞা হিসেবে আখ্যায়িত করেছে ইইউ।
বিবৃতিতে বলা হয়েছে,বিবিসি-র সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত চীনা সংবিধান এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণা উভয়েরই লঙ্ঘন। তাই দেশটি যেন বিবিসি ওয়ার্ল্ড নিউজ-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০২১ সালের ১১ ফেব্রুয়ারি চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দেশটিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রচার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাস ও উইঘুর নির্যাতন ইস্যুতে বিবিসির করা প্রতিবেদনের সমালোচনা করছে বেইজিং।
যুক্তরাজ্যে ব্রিটিশ মিডিয়া রেগুলেটর অফকম চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে দেশটিতে বিবিসি-র সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। সিজিটিএনের বিরুদ্ধে আভিযোগ ছিল, গত বছর যুক্তরাজ্যের নাগরিক পিটার হামফ্রের জোরপূর্বক স্বীকারোক্তি সম্প্রচার করা হয়,যাতে ব্রিটিশ ব্রডকাস্টিং রেগুলেশনের নিয়ম ভঙ্গ করা হয়েছে।