না ফেরার দেশে চলে গেলেন তনয় ওসমান

না ফেরার দেশে চলে গেলেন ওসমান পরিবারের অন্যতম কনিষ্টতম সদস্য তনয় ওসমান খান। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ামারী ইউনিয়নের জামালকান্দি গ্রামের নজরুল ওসমান খান এর একমাত্র ছেলে তনয় ওসমান খান গত ৪ নভেম্বর শনিবার কক্সবাজারে এক রোড এক্সিডেন্টে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিওন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ পুরো জামাল কান্দি গ্রামে।
জানাগেছে,বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন তনয়। সেখানেই বাইক এক্সিডেন্ট করে আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়। তবে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তনয় কে আর বাঁচানো সম্ভব হয় নি। চট্রগ্রামের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করে তনয়।
পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন তনয়। সবার আদর ও ভালোবাসায় বেড়ে উঠা তনয় চলতি বছর এইচএসসি পরিক্ষা দেন। তনয় কে নিয়ে ছিলো তার পরিবারের হাজারো স্বপ্ন। তবে এক দূর্ঘটনায় সব কিছু যেন ম্লান হয়ে গেল। তনয়ের মৃত্যুতে তার স্কুল ও কলেজের শিক্ষক ও বন্ধুরা বাকরুদ্ধ হয়ে গেছেন। অকালে তনয়ের প্রস্থান কেউ যেন মেতে নিতে পারছে না। তবে সৃষ্টিকর্তার কাছে যে আমাদের সকলেরই ফিরতে হবে। আর সে ডাকেই যেন তাড়াহুড়ো করে চলে গেলেন তনয়। তার রেখে যাওয়া সব স্মৃতি নিয়েই বাকী জীবন পথ চলবে তার পরিবার।
এদিকে তনয়ের পরিবারের সদস্যরা তনয়ের আত্মার মাগফেরতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে তনয়ের মরদেহ রবিবার ৫ নভেম্বর তার নিজ গ্রামে পৌছাবার পর তার জানাযা সমপন্ন হয়। তারপর সকল আনুস্টাকিতা শেষে গ্রামের মসজিদের কবরস্থানে দাফন করে তনয়কে চির বিদায় জানানো হয়। মহান আল্লাহ তাহলা যেন তনয়কে জান্নাতবাসী করে এমনটাই প্রত্যাশা তার পরিবারের।