সাইমন হ্যারিস হবেন আয়ারল্যান্ড এর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

সেলিম আলম - আয়ারল্যান্ড : ফিনে গেইল দলের নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস। গতকাল ২৪ মার্চ এথলনে এক দলীয় সভায় সাইমন হ্যারিসকে দলের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। গত সপ্তাহে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে লিও ভারাদকার পদত্যাগ করায় এ পদ শূন্য হলে কে হবেন দলের প্রেসিডেন্ট এ নিয়ে সোসাল মিডিয়া সহ রাজনৈতিক মাঠে তুলফাড় শুরু হয়, শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিমন হ্যারিস ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তিনিই দলের নতুন নেতা নির্বাচিত হন ।
তিনি পরবর্তী ও উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী ছিলেন এবং এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রীর ও দায়িত্ব পালন করেন।
১৭ অক্টোবর ১৯৮৬ সালে কাউন্টি উইকলো'র গ্রেস্টোন শহরে জন্ম গ্রহণ করেন সাইমন হ্যারিস। ১৫ বছর বয়সে স্থানীয় রাজনিতিতে যোগদান করে মাত্র ৩৭ বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন।
সাইমন হ্যারিস গ্রেস্টোনসের সেন্ট ডেভিডস হলি ফেইথ সেকেন্ডারি স্কুলে লেখাপড়া শেষ করে ডাবলিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সাংবাদিকতা এবং ফরাসি ভাষায় অধ্যয়ন করেন। বিবাহিত জীবনে এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক তিনি।
আগামী মাসের ১ম সপ্তাহে সংসদ অধিবেশন শুরু হলেই সরকার দলীয় প্রধান হিসেবে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন আর তিনিই হবেন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।