বৃহত্তর সিলেট,আয়ারল্যান্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/27/222.jpg?itok=m_vIAWjD×tamp=1711488146)
সেলিম আলম: আয়ারল্যান্ড এ বসবাসরত বৃহত্তর সিলেট বাসীর আয়োজনে সোর্ড এর রিভার ভেলি কমিউনিটি সেন্টারে মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/27/unnamed.jpg?itok=SjSrV7Xx×tamp=1711488176)
২৬ মার্চ অনুষ্ঠিত ইফতার মাহফিলে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী সিলেটিরা সমবেত হন, সিলেটিদের এ মিলন মেলায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন, আগত অতিথি দের ধন্যবাদ জানিয়ে সিলেট বাসীর পক্ষে বক্তব্য রাখেন আবাই এর সভাপতি ডা জিন্নুরাইন জায়গীরদার এবং হাজী শাহ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গোলাম নবী বাবুল,আব্দুস শহিদ, শাহাদাত হোসেন সহ কমিউনিটি ব্যক্তিবর্গ ।
আয়োজকেরা মনে করেন এ রকম আয়োজন ইফতারের ফজিলত পাওয়ার সাথে সাথে পারষ্পরিক সম্পর্কের উন্নয়ন এবং সম্পৃতি বৃদ্ধি করবে । তারা সকল কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে এসে ভবিষ্যৎ প্রজনের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করার আহবান জানান।