ভাইয়ের জন্মদিনে প্রকাশ্যে শুভশ্রী–কন্যার ছবি
ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো। সামনে এল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কন্যা ইয়ালিনির ছবি। ভাই ইউভানের জন্মদিনে ছোট বোনের ছবিও প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী দম্পতি। ছবিতে দেখা গেছে, ভাইয়ের কোলে বসে আছে ছোট্ট বোন।বর্তমানে ইয়ালিনির বয়স ১০ মাস। নিজের পায়ে দাঁড়াতেও শিখে গেছে সে। ১১ সেপ্টেম্বর ছেলের জন্মদিনে মেয়ের ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
ছবিতে দেখা গেছে, ভাই ইউভানের কোলে হেলান দিয়ে বসে আছে ছোট্ট বোন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন দাদা, আমি তোমাকে ভালোবাসি।
বর্তমানে স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন শুভশ্রী। প্রায়ই সন্তানদের নিয়ে খুনসুটিমাখা ছবি পোস্ট করেন অভিনেত্রী।
কয়েক দিন আগেও মেয়ে ইয়ালিনিকে নিয়ে ফটোশুট করেছেন শুভশ্রী। তবে সেই ছবিতে মেয়ের মুখ দেখা যায়নি।এর আগেও ইয়ালিনির ছোট্ট মুঠি, কখনো তার পায়ের ছবি, কখনো চুলের ঝুঁটির ছবি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর ভক্তরা অপেক্ষায় প্রহর গুনছিলেন, কবে দেখা যাবে ইয়ালিনির মুখের ছবি। এবার ভক্তদের সেই আশাও পূরণ হলো। ভাই-বোনের ছবিতে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।২০১৮ সালে পরিচালক রাজকে বিয়ে করেন অভিনেত্রী। ২০২০ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র ইউভান। ২০২৩ সালে কলকাতার একটি হাসপাতালে মেয়ে ইয়ালিনিকে জন্ম দেন অভিনেত্রী।শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘বাবলি’। সিনেমার পরিচালক স্বামী রাজ। সম্প্রতি আরজিকরের ঘটনায় মাঠে নেমেছেন শুভশ্রীও।