লেবাননে পেজার বিস্ফোরণে ইসরায়েলকে দায়, পিছু হটবে না হিজবুল্লাহ, হাসান নাসরুল্লহার হুশিয়ারি
লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ, ইসরায়েলকে এ হামলার জন্য দায়ী করে বক্তব্য দিয়েছেন। এক টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় পিছু হটবে না হিজবুল্লাহ। তাঁর পক্ষ থেকে কারিগরি প্রযুক্তি ব্যবহার করে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজারে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে তিনি একে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা বলেও উল্লেখ করেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না বলে নতানিয়াহুকে হুশিয়ার করে দেন তিনি। ইসরায়েলকে হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেছেন, ‘তোমরা আবার চ্যালেঞ্জ করেছ।
আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। পেজার হামলা সম্পর্কে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। দুই দিনে, ইসরায়েল দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যা করার চেষ্টা করেছে, যা লেবানন ও বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। তিনি পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেন, অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’ এদিকে নাসরুল্লাহর বক্তব্যের সময় ইসরায়েল বৈরুতে বিমান হামলা চালায়। ইসরায়েলের পক্ষ থেকে পেজার হামলার দায় স্বীকার করা হয়নি। তবে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর সন্ত্রাসবাদী সক্ষমতা এবং অবকাঠামো ধ্বংস করতে কাজ করছে।