৬ বছর প্রেমের পর বিয়ে করছেন চিত্রনায়িকা শিলা
ছয় বছরের প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন নায়িকা নিজেই। তাঁর হবু বরের নাম আবিদুল মহায়মীন সাজিল।২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন এ নায়িকা।
শিরিন শিলা বলেন, ‘২০১৮ সালে আজকের দিনে (১০ অক্টোবর) আমাদের পরিচয় হয়। ঠিক ছয় বছর পর বিয়ের জন্য আমরা এ দিনটিকে বেছে নিয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আজ আমাদের বিয়ে হবে। বছর শেষে অথবা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’