বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ : মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জের মোকাবিলায় জনগণের ভূমিকাই হবে মূল নির্ধারক।’
ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক বিক্ষোভ, বিভিন্ন মার্কিন ব্র্যান্ডে হামলা এবং ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তার জবাবে ব্রুস বলেন, ‘আমি আপনার বক্তব্য শুনেছি। আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আমরা এর পরিস্থিতি নিয়ে আগেও বহুবার আলোচনা করেছি।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। এ ধরনের বিষয় এবং সাম্প্রতিক প্রতিবাদগুলো বাংলাদেশ সরকারের দায়িত্বের আওতায় পড়ে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
ট্যামি ব্রুস আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণই। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণতন্ত্রের চর্চাও তেমনি গুরুত্বপূর্ণ। জনগণ কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে, সেটিই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ।