নিউ ইয়র্কে শুরু হয়েছে “নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫

শুক্রবার থেকে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলাসবহুল ম্যারিয়ট মারকুইস হোটেলে শুরু হয়েছে “নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫”। এ উপলক্ষে সমান্তরালভাবে আয়োজিত হচ্ছে “বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৫”। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই বহুল প্রতীক্ষিত প্রদর্শনী।
বিশ্বব্যাপী ব্যবসায়ী, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের সমাবেশে থাকছে বৈশ্বিক বাজারে নতুন সুযোগ সৃষ্টির আয়োজন, ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি, এবং আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নিয়ে অভিজ্ঞজনদের মতবিনিময়।
অনুষ্টানে প্রধান অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তবর্তীকালীণ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, মো. তৌহিদ হোসেন, সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক উপদেষ্টা মিস শারমিন এস মুর্শিদ, এনটিভি ইউরোপের সিইও সাবরিনাহোসাইন,নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মিস ইউডেলকা টাপিয়া, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট মার্ক জ্যাফে, ইউ এস ডেপুটি সেক্রেটারি অফ কমার্স পল ডাব্বার, বিজিএমইএ প্রেসিডেন্ট মি. মাহমুদ হাসান খান সহ অনেকে। অনুষ্টানে নেটওয়ার্কিং ডিনার ছাড়াও অতিথিরা উপভোগ করেন একান্ত বৈঠকি আলাপচারিতা ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ার সুযোগ।
অনুষ্টানের অন্যতম অতিথি সাবরিনা হোসাইন জানান, এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু ব্যবসার সুযোগই তৈরি করে না, বরং আমাদের সংস্কৃতি ও সম্ভাবনাকেও বিশ্বের সামনে তুলে ধরে।

এদিকে এ এক্সপোটি যৌথভাবে আয়োজন করেছে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ-ইউএসএ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি । আয়োজক কমিটির সভাপতি ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. রাইহানুল ইসলাম চৌধুরী আশা প্রকাশ করেছেন, এ মেলা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
