বুলেটপ্রুফ গাড়ি বাদ দিয়ে বাবার পুরাতন বাইকে সালমান খান!

সময়টা ভালো যাচ্ছে না এই সালমান খানের। কারণ, বর্তমানে লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন তিনি। এসেছে একের পর এক হুমকি। চলেছে তার বাড়ির সামনে গুলিবর্ষণ। নিরাপত্তা বাড়াতে তিনি কিনেছেন উন্নত মানের প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি। কিন্তু সেই গাড়ি ছেড়ে হঠাৎ বাবার পুরোনো বাইক ব্যবহার করছেন সালমান খান।মূলত কড়া নিরাপত্তার মাঝেই থাকেন সালমান। ফলে নিরাপত্তার মাঝেই চলছে ছবির কাজ। ‘বিগবস ১৮’-এর সঞ্চালনার...