ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার ধোঁকা দিয়েছিল

‘স্মরণ রাখবেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। খুব সহজ কথা। এতে আর গভীরে যাওয়ার দরকার নেই। তাদের হাতে এই অস্ত্র থাকা চলবে না’—ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, ১৭ জুন ২০২৫।‘ইরানের নেতাদের বোঝা উচিত, আমি কোনোভাবেই “দমননীতি” মেনে চলি না। আমার নীতি হলো, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে প্রতিরোধ করা’—বারাক ওবামা, মার্কিন প্রেসিডেন্ট, ৪ মার্চ ২০১২।‘আমি বিশ্বাস করি, তারা (ইরান)...