কয়লা গুহায় পাথর চাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে ভারতের কালা পাহাড়ে গিয়ে কয়লা গুহায় পাথর চাপা পড়ে বাবুল মিয়া(৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক বাবুল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামে মৃত কালা মিয়ার ছেলে। সোমবার(৮ এপ্রিল)ভোর রাতে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে।পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় জানান,সীমান্তের চিহ্নিত চোরাচালানীরদের প্ররোচনায় চানঁপুর গ্রামের বাবুল মিয়াসহ ১০/১২ জনের একটি চোরাই কয়লা শ্রমিকের গ্রুপ ভোররাতে চাঁনপুর সীমান্তে ১২০১ আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে দিয়ে চোরাই পথে ভারতের কালা পাহাড় এলাকায় যায় কয়লা আনতে।
এ সময় চোরাই কয়লার গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেড়িয়ে আসায় সময় হঠাৎ একটি বড় পাথরের খন্ড ধঁসে পাড়ে বাবুলের উপর। পাথর চাপায়া ঘটনাস্থলেই কয়লা শ্রমিক বাবুল মারা যায়। পরে অন্য শ্রমিকরা নিহত বাবুলের বাড়িতে খবর দিলে স্থানীয়রা কয়লার গুহার ভিতর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গুহার পাথর চাপায় নিহত যুবকের মৃত্যু খবর পেয়ে সকালেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ভূঁইয়া
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি