কমলগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত
পিন্টু দেবনাথ :মৌলভীবাজারের কমলগঞ্জে দেশে চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ আগস্ট বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বরত ক্যাপ্টেন সাজ্জাদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান এম এ ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী কমলগঞ্জ উপজেলা ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, উপজেলায় চুরি ডাকাতি বৃদ্ধি রোধ, মাদকসহ সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়।