রাজনগরে দেয়ালে দেয়ালে গ্রাফিতি- বিবর্ণ দেয়ালে ফুটছে গ্রাফিতির সৌন্দর্য
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগরের বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম।
বুধবার (১৪ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে রঙতুলি নিয়ে সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন দেয়ালে রঙ তুলির মাধ্যমে গ্রাফিতি ফুটিয়ে তুলছেন।
গ্রাফিতি অঙ্কনে রাজনগরের বিবর্ণ দেয়ালগুলো আর বিবর্ণ নেই। নেই রাজনৈতিক পোস্টারের হিজিবিজি। এখন ঝকঝকে তকতকে দেয়ালগুলোতে শোভা পাচ্ছে নানা ধরনের গ্রাফিতি। আর এসব গ্রাফিতির মাধ্যমে যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকছেন তরুণ প্রজন্ম। উপজেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সীমানা প্রাচীরগুলোর দিকে তাকালেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। ছোটো ছোটো দলে ভাগ হয়ে প্রাণপণে স্বপ্ন এঁকে যাচ্ছেন তারা।
গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুস-দুর্নীতি বন্ধ করা। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।