তাহিরপুরে বিনামূল্যে চারশতাধিক কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জে তাহিরপুরে চার শতাধিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের হাইবিড বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর)দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
এছাড়াও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান,জেলা কৃষক দলের আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক রুকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,বিএনপি নেতা বাদল মিয়া,ইউনিয়ন পরিষদ সদস্য তোজাম্মিল হক নাসরুম,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এয়ময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম জানান,২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বোরো ধানের হাইবিড বীজ উপজেলার চার শতাধিক কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।