নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি \ বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।“ধর্ম,বর্ণ ভিন্ন মত,সবার জন্য খেলাফত”এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ প্রশিক্ষণ মজলিসের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাইখুল হাদিস মুহসিনুল হাসান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের মনোনয়ন প্রত্যাশী শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল-মাদানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নিবার্হী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার,বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী,উপদেষ্ঠা হাফেজ হোসাইন আহমদ খান,খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন,সহ-সভাপতি শায়খুল হাদিস আবদুল হান্নান,সহ-সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ নুরপুরী,নাসিরনগর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আমীর আহমদ,বাংলাদেশ যুব মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মো: ফখরুদ্দিন বিশাল,বাংলাদেশ ছাত্র মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ফারুকী। প্রশিক্ষণ মজলিসে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
পরে দেশ ও জাতি,মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস ছাত্তার।
আকতার হোসেন ভুইয়া,
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।