শান্তিগঞ্জে সিএনজি-মোটরবাইক সংঘর্ষে মামা-ভাগ্না নিহত
কাজী জমিরুল ইসলাম মমতাজ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।
সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার সকালে পাগলা বাজার থেকে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে রাজিন ও তার মামা আমিরুল ইসলাম মোটরবাইকযোগে (সিলেট মেট্রো-হ ১২-০৩৯০) আক্তাপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সিচনী ব্রিজ অতিক্রম করলে জগন্নাথপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-২২৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রাজিন আহমদ ও আমিরুর ইসলাম মারা যান।
দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটরবাইক থানা হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।