৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের মুখে হাসি ফুটবে- নাছির উদ্দীন চৌধুরী
দিরাই প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়েছে। এটা বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা ছাত্রদল কতৃক আয়োজিত ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজানের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী এ-সব কথা বলেন। পরিশেষে তিনি দেশবাসী সহ উপস্থিত সবার নিকট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক নুর আহমদের পরিচালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
আমিরুল ইসলাম, বিএনপি নেতা মানিক মিয়া তালুকদার, ফারুক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম মিয়া প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।