আল আমানা ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে ১২শ' অসহায় মানুষ পেল রমজানের ফুডপ্যাক

জুবেল আহমদ সেকেল : মানুষ মানুষের জন্য শ্লোগানকে ধারন করে ২০১৯ সালে মানবসেবার অঙ্গিকার নিয়ে গঠিত যুক্তরাজ্য ভিত্তি চ্যারেটি সংগঠন আল আমানা ফাউন্ডেশন ইউকে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে গত ৭ বছর ধরে বন্যা, করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গরীব অসহায় মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত, সুপেয় পানির জন্য গভীর নুলকুপ প্রদান, গরীব অসহায় রোগীদের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু সহ ওসমানীনগর তথা সিলেটের বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের জন্য অনুদান প্রদান করে সাহায্যের হাত প্রসারিত করা চলেছে আল আমানা ফাউন্ডেশন ইউকে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউপির খাদিমপুর নছিব উল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আল আমানা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ১২শ অসহায় দরিদ্র মানুষের মধ্যে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের লাইফ মেম্বার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুজাক্কির আলী ছাদ মিয়ার সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য চেরাগ আলী,
খাদিমপুর কাঠাখাইর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কাপ্তান মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওলাদ আলী, খাদিমপুর নছিব উল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেনিজিং কসিটির সাবেক সভাপতি শওকত আহমদ সায়মন, উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী( ইউসকা) এস এম মশিউর আলম মুসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, আল আমানা ফাউন্ডেশন বাংলাদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সমাজসেবী আহবাবুল হোসেন আহবাব, সমাজসেবী আজিজুর রহমান নানু, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আল আমানা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হাফিজ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল আমানা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠালগ্ন এলাকার গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা চাইলে প্রবাসের কষ্টার্জিত অর্থ নিজেদের ভোগবিলাসীতায় করতে পারতেন কিন্তু তা না করে দেশে বিশেষ করে এলাকার গরীব অসহায় মানুষের জন্য দান করে যাচ্ছেন এ জন্য আল আমানা ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় সুবিধাভোগীরা রামাদানের ফুডপ্যাক হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য সৃষ্টিকর্তার প্রতি দোয়া করেন।